ভর্তির নিয়মাবলী

H.S.C

ভর্তি ফরমের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবেঃ
ক) S.S.C পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এর ফটোকপি ০৪ কপি।
খ) প্রশংসাপত্রের ফটোকপি ০২ কপি।
গ) পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ০৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ০৪ কপি।
ঘ) S.S.C এর এডমিট ও রেজিষ্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের ফটোকপি ০১টা করে।ঙ)শিক্ষার্থীর এন.আই.ডি/ অনলাইন জন্মনিবন্ধন  ০১  কপি।

চ) পিতামাতার এন.আই.ডি এর ফটোকপি ০১ কপি।

ছ) পিতামাতার অবর্তমানে অভিভাবকের এন.আই.ডি এর ফটোকপি ০১কপি।

জ) শিক্ষার্থী ও অভিভাবকের সক্রিয় মোবাইল নম্বর।

ঝ) সক্রিয় ইমেইল নম্মর

 

 

 ডিগ্রী

ভর্তি ফরমের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবেঃ
ক) S.S.C পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এর ফটোকপি ০২কপি।
খ) S.S.C ও H.S.C এ সমমান পরীক্ষার পাশের রেজিষ্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের ফটোকপি ০১ টি করে।
গ) প্রবেশপত্রের ফটোকপি প্রতিটি ০২ কপি।
ঘ) পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ০৫ কপি এবং
স্ট্যাম্প সাইজের ০৪ কপি

ঙ) শিক্ষার্থীর এন.আই.ডি/ অনলাইন জন্মনিবন্ধন  ০১  কপি।

চ) পিতামাতার এন.আই.ডি এর ফটোকপি ০১ কপি।

ছ) পিতামাতার অবর্তমানে অভিভাবকের এন.আই.ডি এর ফটোকপি ০১কপি।

জ) শিক্ষার্থী ও অভিভাবকের সক্রিয় মোবাইল নম্বর।

ঝ) সক্রিয় ইমেইল নম্মর 

 

উচ্চ মাধ্যমিক

মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা
ডিগ্রী(পাস): বি.এ,বি. এস.এস, বি. এস.সি ও বি.বি.এস

উচ্চ মাধ্যমিক পাঠ্য বিষয় নিয়মাবলী

সকল শাখার শিক্ষার্থীর জন্য আবশ্যিক বিষয় সমূহঃ ৩টি ৫০০ নম্বর
১)বাংলা -২০০
২)ইংরেজি -২০০
৩)তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১০০

বিজ্ঞান শাখা

“ক” গুচ্ছ আবশ্যিকঃ৩টি × 200=600 নম্বর
১)পদার্থ বিজ্ঞান
২)রসায়ন
৩)জীব বিজ্ঞান/উচ্চতর গণিত (যেকোন একটি )

“খ”গুচ্ছ ঐচ্ছিকঃ১টি×২০০=২০০ নম্বর
১)জীব বিজ্ঞান অথবা
২)উচ্চতর গণিত

মানবিক শাখা

“ক” গুচ্ছ আবশ্যিকঃ৩টি × 200=600 নম্বর (প্রতিটি গুচ্ছ থেকে একটি করে বিষয় নিতে হবে)
১)ইতিহাস /ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২)পৌরনীতি ও সুশাসন /অর্থনীতি/যুক্তিবিদ্যা
৩)সমাজবিজ্ঞান/সমাজকর্ম/ভুগোল

“খ”গুচ্ছ ঐচ্ছিকঃ১টি×২০০=২০০ নম্বর
১) ইসলাম শিক্ষা অথবা
২)মনোবিজ্ঞান

ব্যবসায় শিক্ষা শাখা

“ক” গুচ্ছ আবশ্যিকঃ৩টি × 200=600 নম্বর
১)ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
২)হিসাব বিজ্ঞান
৩)উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন

“খ”গুচ্ছ ঐচ্ছিকঃ১টি×২০০=২০০ নম্বর

১)পরিসংখ্যান

 

ডিগ্রী(পাস)পাঠ্য বিষয় নিয়মাবলী

মোট ২১০০ আবশ্যিক বিষয়ঃ বাংলা,ইংরেজি ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ের ইতিহাস(সকল শাখার জন্য )

বি.এ

নৈর্বাচনিক বিষয় সমূহঃ
নিম্ন প্রতিটি বিষয়গুচ্ছ থেকে একটি করে মোট ৩টি বিষয় নিতে হবে।
গুচ্ছ নম্বর (১)ইতিহাস /ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
গুচ্ছ নম্বর( ২)অর্থনীতি/সমাজবিজ্ঞান/সমাজকর্ম/রাষ্ট্রবিজ্ঞান
গুচ্ছ নম্বর (৩)গণিত /পরিসংখ্যান /মনোবিজ্ঞান/ইসলাম শিক্ষা
গুচ্ছ নম্বর (৪)দর্শন/ভূগোল

 

বি.এস.এস

“ক”গুচ্ছ হতে ২টি ও অন্যান্য গুচ্ছ হতে১টি নিতে হবে।
ক)অর্থনীতি/সমাজবিজ্ঞান/সমাজকর্ম/রাষ্ট্রবিজ্ঞান
খ)মনোবিজ্ঞান/ভূগোল
গ)ইতিহাস /ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পরিসংখ্যান /মনোবিজ্ঞান/ গণিত)
ঘ)দর্শন

 

বি.বি.এস

নৈর্বাচনিক বিষয় সমূহঃবি.বি.এস কোর্সের
বিষয় গুচ্ছসমূহ নিম্নরুপঃ
ক)হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা(আবশ্যিক )
খ)ফিন্যান্স/মার্কেটিং/অর্থনীতি/পরিসংখ্যান/যেকোন একটি)

বি.এস.সি

বিষয় গুচ্ছসমূহ (ঙ) গুচ্ছ ব্যতিত নির্দেশ মোতাবেক অন্যান্য যেকোনো একটি গুচ্ছ নিতে হবে
ক)পর্দাথবিজ্ঞান ও রসায়ন
খ)পর্দাথবিজ্ঞান ও গণিত( এই দুটি বিষয় ব্যতিত “ঙ” ক্রমিকের বিষয় সমূহের মধ্যে হতে একটি বিষয় নিতে হবে। )
গ)উদ্ভিদবিদ্যা,প্রাণীবিদ্যা ও রসায়ন
ঘ)উদ্ভিদবিদ্যা,প্রাণীবিদ্যা (এই দুটি বিষয় ব্যতিত “ঙ” ক্রমিকের বিষয় সমূহের মধ্যে হতে এক বিষয় নিতে হবে।)
ঙ)ভূগোল/ মনোবিজ্ঞান/পরিসংখ্যান / গণিত/ রসায়ন /উদ্ভিদবিদ্যা/প্রাণীবিদ্যা ও পর্দাথবিদ্যা

তবে শর্ত থাকে যে উচ্চ মাধ্যমিক পযার্য়ে কোন ১টি বিষয় পড়ে না থাকলে বি.এস.সি (পাস) কোর্সে বিষয়টি গ্রহন করতে পারবে না তবে ভূগোল এর ক্ষেত্রে শর্তটি শিথিলযোগ্য।

বেতন ও অন্যান্য ফি

উচ্চ মাধ্যমিক

বেতনঃ ১৫০/=টাকা (প্রতি মাসে)
ভর্তি ফরমঃ ১০০
ডিগ্রী(পাস)
বেতনঃ ১৫০ (প্রতি মাসে)
ভর্তি ফরমঃ ১০০

শিক্ষার্থীদের পালনীয়

ছাত্রদের জন্য সাদা শার্ট,কালো প্যান্ট ও সাদা কেডস।
ছাত্রী জন্য সাদা সালোয়ার, সাদা কার্ফ ও নেভি ব্লু কামিজ অথবা নেভি ব্লু বোরকা।
পরিচয়পত্র ও কলেজ ড্রেস ছাড়া অন্য কোন পোশাকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষেধ।

 

 বিশেষ জ্ঞাতব্য

ক) কলেজের সকল পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ বাধ্যতামূলক।

খ) অভ্যন্তরীণ পরীক্ষায় অকৃতকার্যদের প্রমোশন দেয়া হয় না।

গ) ক্লাসের উপস্থিতির উপর অত্যন্তগুরুত্ব দেয়া হয়।প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ৯০% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
ঘ)কলেজে সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ
ঙ) কলেজ ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ।

চ) শিক্ষার্থীদের জন্য ঐতিহাসিক স্থান সমূহে শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়।

ছ)জাতীয় দিবসের প্রতিটি কর্মসূচি যেমন – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন, স্বাধীনতা দিবস, বর্ষবরণ,জাতীয় শোক দিবস, বিজয় দিবস ,শেখ রাসেল দিবস, প্রভূতি এ কলেজ আন্তরিকতার সাথে উদযাপন করে।