কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রী কলেজ
“ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল “
সুস্থ দেহে সুন্দর মন, খেলাধুলায় হয় গঠন।
মুক্তভাবে খেলবোরে আজ মেলবো মনের ডানা,
নিজেকে প্রকাশ করতে আজ নেই কোন মানা।
আসন্ন ইভেন্টগুলি
Girls U11 Tryouts:
Aug 02 @ 2pm-6pm …Details
Elegant Themes Classic:
Aug 02 @ 2pm-6pm …Details
Boys U14 Tryouts:
Aug 02 @ 2pm-6pm …Details
শরীরচর্চা শিক্ষকের বাণী
“ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল “
সুস্থ দেহে সুন্দর মন, খেলাধুলায় হয় গঠন।
মুক্তভাবে খেলবোরে আজ মেলবো মনের ডানা,
নিজেকে প্রকাশ করতে আজ নেই কোন মানা।
কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রী কলেজে বিভিন্ন প্রকার খেলাধুলা করার জন্য রয়েছে সুবিশাল মাঠ। শরীর সুস্থ সবল ও সচল রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই বিশ্বজুড়ে উন্নত দেশে আপ্রাণ চেষ্টা চলছে শহরে-গ্রামে স্কুল-কলেজে বিভিন্ন প্রকার খেলাধুলা সম্পর্কে ধারণা দিতে, খেলাধুলার উন্নয়ন ও প্রসারের মাধ্যমে একটি সুস্থ সমাজ ও জাতি গঠন করা সম্ভব।স্বাস্থ্যই সকল সুখের মূল, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রকার মাদক নেশার কবল থেকে রক্ষা করার জন্য কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রী কলেজে নিয়মিত ক্রীড়া অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে কলেজ তথা দেশের মর্যাদা বৃদ্ধি করে থাকে।
মোঃ আব্দুল আলিম শেখ
শরীরচর্চা শিক্ষক
কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রীকলেজ,
শহীদনগর, কামারখন্দ,
সিরাজগঞ্জ ।